Total Pageviews

THE HIMALAYAN DISASTER: TRANSNATIONAL DISASTER MANAGEMENT MECHANISM A MUST

We talked with Palash Biswas, an editor for Indian Express in Kolkata today also. He urged that there must a transnational disaster management mechanism to avert such scale disaster in the Himalayas. http://youtu.be/7IzWUpRECJM

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

Twitter

Follow palashbiswaskl on Twitter

Saturday, January 17, 2015

Harichan Thakur Guruchand Thakur Property on stake as Badoma seized within! Matua masses stranded midway in the game of dirty power politics with lifestyle and belief intact. Palash Biswas

Harichan Thakur Guruchand Thakur Property on stake as Badoma seized within!

Matua masses stranded midway in the game of dirty power politics with lifestyle and belief intact.

Palash Biswas



Jagadish Roy writes in Bangla a very relevant article which is handy to understand what Matua Movement means.As Power Politics has kidnapped Matua Mata and the widow of PR Thakur to capture the wetather sensitive Matua Vote Bank,Matua headquarter the property owned by Harichand Thakur and Guruchand Thakur has become a high Security zone since Badoma declared her support to her daughter in law,widow of late Kapil Krishna Thakur,Mamata Bala whom Mamata has declared her candidtae from Bangaon by election against BJP joined TMC Minister son Subrata Thakur.


"Mamata Banerjee will remain at the helm of West Bengal for the next 20 years," he said asserting that the Trinamool Congress would win the coming by-elections for Bongaon Lok Sabha and Krishnaganj assembly seats.


Trinamool Congress general secretary Mukul Roy, who has been asked by the CBI to appear before it in connection with the Saradha chit fund scam, arrived here on Saturday from Delhi and said he would again go to the capital for party work.


"Before leaving for Delhi I had said I am going there for party work. I have come to Kolkata today and tomorrow I will take part in a campaign programme of the party for the Bongaon Lok Sabha seat by-election. Again I will go to Delhi for party work," Roy told reporters without elaborating.

Roy said during his stay in Delhi he had gone to the Election Commission to place the party' views on the two by-polls announced for West Bengal.

"I went to the Election Commission and placed the party's views and they have said that they would give their opinion," he said.


Thus,a case is lodged against the ex minister Manjul Krishna Thakur and he is alleged to misuse his MLA Fund as well as grabbing Harichand Guruchand Thakur property.

On the other hand,alleging that Trinamool Congress MP and his elder brother Kapil Krishna Thakur's death was the result of a conspiracy, Manjul Krishna Thakur - who resigned the West Bengal cabinet to join the BJP - has demanded a CBI probe into his death.

Manjul Krishna Thakur, the minister of state for refugee relief and rehabilitation, is a face of the Matua community that wields considerable influence in North 24-Parganas' Bongaon where the Lok Sabha bypoll is scheduled for February 13. Soon after Manjul Krishna turned up at the BJP office, the party declared that another ... him till 1986 to revive the Matua Mahasangha. Thakurnagar in North 24-Parganas became the headquarters of the Namasudra refugees from East Pakistan and now,Bangladesh.The refugee influx continues as the partition holocaust.

The family feud for a Lok Sabha ticket came out in the open when Matua 'boroma' Binapani Devi sided with Mamatabala. Accordingly, Trinamool observer Jyotipriya Mullick recommended Mamatabala's name to Mamata.

Ruling TMC is trying to block all avenues so that Badoma should not change her stance in favour of her son Manjul krishna and her grand son Subrata.

It might be  power politics for the audiences which is catered this developments with all kind of spices.But our people,the followers of Harichand Thakur and Guruchand Thakur,specifically the partition victim East Bengal Dalit OBC refugees resettled out of Bengal and scattered countrywide,do believe in the ways of Matua religion pitted against Hinduta and its rituals.

Mind you,Subrata Thakur came into limelight while demanding citizenship for East Bengal Hindu refugees and Matuas sat on Hingur strike which was withdrawn after BJP leaders met Subrata in close door meeting.

I wrote that day that Manjul and his son had to immerse Matua Movement into RSS Ganga and citizenship issue is the part of the game as Modi`s Hindutva game in Bengal is all about dethroneing Mamata Banerjee.No Secret.Amit Shah decalred th open war.

The war is being faught at Thakurnagar which has become an indigenous Krukshetra where the Matua Family is bleeding in an infight for the sustenance of the ruling hegemony.

It remains a perfect case story to understand for whom the bell tolls.But Our people would never understand.Just see the hunger strike scenario:

BARASAT: A middle-aged Matua woman tried to immolate herself on VIP Road at Baguiati on Sunday afternoon. The Matuas were staging demonstration there demanding rehabilitation for the refugees who switched over to India post 1971 Bangladesh Liberation War.


The woman, a source said, poured kerosene on her and tried to set herself afire. "Police stopped and detained her. Later, she was released," said the source. Matuas were staging demonstration demanding Indian citizenship. While one of their groups blocked the airport-bound traffic on VIP Road for about an hour, another group blocked rail movement in Thakurnagar station on Sealdah-Bongaon section. They criticized the Trinamool government for their "inability to provide rehabilitation to the Matuas". They also blamed the BJP government for not granting citizenship status to the refugees as promised by Narendra Modi before the polls.


A group of Matuas in Thakurnagar has started hunger strike since November 27 pressing for their demands. They are being led by Subrata Thakur, the son of minister of state Manjul Krishna Thakur.

The Mahabhaarat is getting dirty day by day as Aajkal reports:

নিরুপম সাহা: বনগাঁ, ১৭ জানুয়ারি– বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের মুখে দলত্যাগ করে মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বি জে পি-তে যোগদানের ঘটনায় প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী একে অপরের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিলেন৷‌ শুক্রবার বড়মা বীণাপানি দেবী মম্তব্য করেন, মঞ্জুলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷‌ এ প্রসঙ্গে শনিবার আরও একধাপ এগিয়ে খাদ্যমন্ত্রী, জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মঞ্জুল বড়মার কুলাঙ্গার পুত্র৷‌ তাঁর ধারণা, বড় কোনও প্রলোভনে পড়ে এই সময়ে তৃণমূল ছেড়ে মঞ্জুল বি জে পি-তে যোগ দিয়েছেন৷‌ এতে এলাকার কর্মীরা তাঁকে গাইঘাটার গদ্দার হিসেবে চিহ্নিত করেছেন৷‌ এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর জ্যোতিপ্রিয় মল্লিকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন৷‌ শনিবার জেলা তৃণমূলের পক্ষ থেকে গাইঘাটার ঠাকুরনগরে এবং বনগাঁয় কর্মী-নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করা হয়৷‌ দলের প্রার্থী মমতা ঠাকুরকে নিয়ে সেই বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী ও জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, আরেক মন্ত্রী ও উপনির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান উপেন বিশ্বাস, সভাধিপতি রহিমা মণ্ডল, সহ-সভাধিপতি কৃষ্ণপদ ব্যানার্জি, বিধায়ক ও দলের জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ, বিধায়ক অর্জুন সিং, বিশ্বজিৎ দাস, সুরজিৎ বিশ্বাস প্রমুখ নেতৃত্ব৷‌ মঞ্জুলের দলত্যাগের মুহূর্তেও এদিন গাইঘাটার ঘরোয়া কর্মিসভায় কর্মীদের উপস্হিতি দেখে খুশি জ্যোতিপ্রিয় মল্লিক৷‌ তিনি বলেন, গাইঘাটার কর্মীরা অনেকদিন ধরেই মঞ্জুলের ব্যবহারে অসন্তুষ্ট ছিল৷‌ তাঁর দলত্যাগ যে কর্মীদের মধ্যে কোনও প্রভাব ফেলতে পারেনি, ঠাকুরনগরে আজ দলের কর্মিসভায় কর্মীদের উপস্হিতি সেটাই প্রমাণ করেছে৷‌ তিনি বলেন, ২০১১ সালে গাইঘাটা কেন্দ্রে বড়মা বীণাপানি দেবী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে টিকিট দেওয়ার জন্য মমতা ব্যানার্জির কাছে আবেদন জানান৷‌ দলনেত্রী সেই আবেদনে সাড়া দিয়ে টিকিট দেন৷‌ মঞ্জুল জেতার পর বড়মা ফের মন্ত্রিত্বের জন্য অনুরোধ জানালে মমতা ব্যানার্জি সেই অনুরোধও রাখেন৷‌ বড়মার সঙ্গে মমতা ব্যানার্জির মা-মেয়ের সম্পর্ক৷‌ জ্যোতিপ্রিয় এদিন আরও বলেন, বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা ঠাকুরকে দল প্রার্থী করায় খুশি বড়মা৷‌ আজ তিনি দলনেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে একটি শুভেচ্ছা ও আশীর্বাদ বার্তা পাঠিয়েছেন৷‌ তিনি মনে করেন, এই উপনির্বাচনে বি জে পি কোনও ফ্যা'র নয়৷‌ এখানে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সি পি এম৷‌ বি জে পি প্রার্থীর এখানে জামানত জব্দ হবে৷‌

http://www.aajkaal.net/18-01-2015/news/236825/

Hence Jagadish Roy article is very very important.

Jagadish Roy defines the Matua belief and life style and outlines the highlights.Wjat the hegemony in Bengal is doing to the legacy of Bengal agrarian land reform basic movement,the article throws light into.Pl read.


Jagadish Roy

মতুয়াদের দিশা ও দশা

প্রবাদ আছে 'ডুবন্ত মানুষ বাঁচার জন্য খড়-কুটোও ধরে ভাসতে চায়।' যদিও তখন তার বোঝার ক্ষমতা থাকে যে, ঐভাবে ভেসে থাকা যায় না।

দেশ ভাগের বলি এই মতুয়া সম্প্রদায় কিন্তু তবুও ঐ খড়-কুটোর ভরসা করে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যত সংখ্যক বেঁচে ফিরেছে। হয়তোঃ ততধিক ফিরতেও পারেনি। তবুও মানুষের ধর্মই হচ্ছে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা। সংগ্রাম করা।

সেন রাজাদের কোপে পড়ে যারা নিজ ধর্ম(বৌদ্ধ ধম্ম) থেকে পতিত হয়েছিল। সেই পতিতদের উদ্ধারের কাজে লিপ্ত হন প্রায় পৌনে ২00 বছর আগে (১৮৩০সালে) এক অজ পাড়াগায়ের যুবক। তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে উপলব্ধি করেন সমাজের পিছিয়ে পড়া শ্রেনীর মানুষদের প্রতি উচ্চ শ্রেনীর মানুষদের পশুর মত ব্যবহার করার কারণ।

তাই তিনি ঘোষণা করেন- আমি বেদ-বিধি শৌচাচার মানিনা।

আর তোমরা –খাও বা না খাও সন্তানদের শিক্ষিত কর।

তোমরা- কোথায় ব্রাহ্মণ দেখ, কোথায় বৈষ্ণব ।

এরা- স্বার্থ বশে অর্থ লোভী যত ভন্ড সব ।।

আমার কাছে- মানুষে মানুষে কোন ভেদা ভেদ নেই।

তোমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রতি নিষ্ঠা রাখো।

তোমাদের কোন ভগবান নেই। যে তোমাদের উদ্ধার করবে, তাকেই শুধু ভগবান মনে করবে। অন্য কোন অলৌকিকতাকে নয়।

তোমাদের মুক্তি পাওয়ার জন্য কোন সাধন ভজনের দরকার নেই।

তোমরা অলস হয়ে না থেকে কর্ম কর। পতিত জমি আবাদ করে ফসল ফলাও। অর্থাৎ হাতে কাম কর। আর যে আদর্শ ও নিষেধাজ্ঞা আমি তোমাদের সুন্দর জীবন যাপনের জন্য পালন করতে বলছি, সে গুলোর নাম লও। অর্থাৎ এই গুলো নিজে পালন কর এবং জন-জন-বহুজন পর্যন্ত প্রসারিত কর।

আর তোমাদের অন্যকোন ধর্ম পালন করতে হবে না। আমি যেটা বলি ও করি তোমরা সেটা মেনে চল। তাহলে তোমরা সামাজিক পঙ্কিলতা থেকে মুক্ত হবে। আমি তোমাদের মুক্ত করব। আর তোমাদের সমস্ত বিড়ম্বনা কে ঘুচিয়ে প্রভাতের সূর্যকে উদ্ভাসিত করব। হ্যা, আমি হরিচাঁদ। আমি তোমাদের মুক্তির দিশারী।

আমার আদেশ- নিষেধ ও কর্ম কুশলতা আর নীতি বা আদর্শই তোমাদের সকলের মতবাদ হবে। যার নাম হবে মতুয়াবাদ । আর আমার এই মতবাদ পালনকারীর ধর্ম হবে "মতুয়া ধর্ম।"

আর একটা কথা আমি আমার জীবদ্দশায় তোমাদের জন্য সব কর্ম হয়তোঃ করে যেতে পারব না। তোমরা আমার সন্তান তুল্য। আমি তোমাদের পিতা তুল্য। সেই পিতার অধিকার নিয়ে আমি তোমাদের আদেশ দিচ্ছি- গুরুচাঁদ হবে তোমাদের নেতা। তার কর্মের মধ্য দিয়েই তোমরা আমার উপস্থিতি উপলব্ধি করতে পারবে।

তোমরা তোমাদের নেতাকে শ্রদ্ধা ও মান্য করবে। তাহলে তোমাদের কোন দিন কোন বিপর্যয়ের সম্মুখীন হ'তে হবে না।

হ্যাঁ, জনগণ কিন্তু হরিচাঁদ পরবর্তী পথ প্রদর্শক বা নেতাকে মেনে নিয়ে ছিল। আর এই জনগণের নেতা শুধু একটি মাত্র আজ্ঞা নিজের কাধে তুলে নিয়ে ছিলেন। সেটা হচ্ছে "শিক্ষা"। কারণ তিনি বুঝে ছিলেন যে, সমস্ত বন্ধ দরজার কপাট খুলে দিতে পারে এই একমাত্র 'চাবি'। যার নাম "শিক্ষা"।

এই চাবির প্রসারের জন্য তিনি কৌশলও করেছিলেন। যার সুফল হাতে হাতে মিলেছিল। তবে এই শিক্ষার চাবিকে ধারালো করার জন্য শান দেওয়ার কাজ করেছিলেন এক ভিন দেশী অষ্ট্রেলিয়ান মিশনারী। ডাক্তার সি. এস. মিড সাহেব। এক্ষেত্রে এই মিড সাহেবের অবদান কিন্তু গুরুচাঁদ ঠাকুরের তুলনায় কোন অংশে কম নয়। তাই এই শিক্ষার চাবিকে ধার দেওয়ার যন্ত্র হলেন মিড সাহেব। আর যন্ত্রী অর্থাৎ চালক হলেন গুরুচাঁদ ঠাকুর। এই দু'জনের বুদ্ধির তীক্ষ্ণতায় সমাজে শিক্ষার আলো ধীরে ধীরে প্রসারিত হয়ে চারিদিকে পঙ্কে কমল ফুটতে শুরু করল।

এই শিক্ষার ফল স্বরূপ চাকরী, ব্যাবসা ও সামাজিক আধিপত্ত্ব বিস্তার করল। আর সেই বিস্তার কিন্তু থেকে থাকেনি। সেটা দ্রুত প্রসারিত হতে থাকল। জনগণ খুঁজে পেল মানুষ হয়ে মানুষের মর্যাদা। অধিকার। প্রতিষ্ঠা।

কিন্তু এই এত ঐশ্বর্য্য যেন প্রকৃতির কাছে ভারসাম্যহীন হয়ে উঠল। প্রকৃতির শাসকরা মনে করল এভাবে চললে তো অচিরেই আমরা বিলুপ্ত হয়ে যাব। আমাদের অস্তিত্ব বলে কিছু থাকবেনা। কেউ আমাদের মর্যাদা দেবেনা। তাই এই ভুখন্ডকে দু'ভাগ না করলে আমাদের নাম নিশানা মিটে যাবে। এই ভাবনা থেকেই শুরু হোল এই প্রকৃতি প্রেমিক শাসকদের ছলা-কলা- কৌশল। শুরু হোল দাঙ্গা। শুরু হোল আপন জনদের মধ্যে ধর্মীয় হিংসার বীজ ছড়িয়ে দেওয়ার কাজ। জন্ম নিল রাতারাতি মৌলবাদের।

কেউ বলল-ভারত ভাগ না হলেও চলবে। কিন্তু বাংলা ভাগ হওয়া চাই। কারণ বাংলা ভাগ না হলে আমরা এই প্রকৃতির ঘৃণ্য নীচ প্রাণীদের শাসন করতে পারব না।

কেউ বলল- অতকিছু জানিনা। আমরা আমাদের ধর্মীয় স্থান পাকিস্থান চাই।

আবার কেউ বলল- এসব কিছু আমি হতে দেবনা। এসব হতে হলে আমার মরা শরীরের উপর দিয়ে গিয়ে করতে হবে। যদিও এটা ছিল তাঁর লোক দেখানো খবরে ছাপানো গর্জন। কারণ তাঁরই উপস্থিতিতে তাঁরই সম্মতিতে পাশ হয় ১৯৪৬ সালে এই ভুখন্ড খন্ড-বিখন্ড করার বিল।

যার পরিণতি- দেশভাগ। ভারত ভাগ। বাংলা ভাগ এবং বাঙালি ভাগ।

সেই দেশভাগের আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক সময়ে অর্জিত সমস্ত অধিকার। পরিনত হ'ল আবার সহায় সম্বলহীন, ভীটে-মাটি ছাড়া, দেশ হারা, মাতৃভাষা হারা "উদ্বাস্তুতে"।

কাউকে ফেলে দেওয়া হল ঊড়িষ্যার কালা হান্ডিতে। কাউকে দন্ডকারণ্যের জঙ্গলে । কাউকে গড়চিরোলীর গভীর ঘন অরণ্যে। আবার কাউকে কালা পানি আন্দামানে। এইভাবে এক সময়ের একটা সংগঠিত উদিয়মান গোষ্ঠিকে ছুড়ে ফেলা হ'ল ভারতের বন-জঙ্গল-পাহাড় ও জলাশয়ে।

শাসক গোষ্ঠি বদলা নিল ডঃ বি. আর. আম্বেদকরকে সংবিধান সভায় পাঠানোর। আর যিনি এই পাঠানোর কাজে সব থেকে বেশী ভুমিকা গ্রহন করে ছিলেন, তাঁর নামে হোল বদনামী। বলা হোল তিনি মোল্লা। তিনিই দেশভাগের জন্য দায়ী।

যদিও এই সংগ্রামী নেতা এই সহায়-সম্বলহীন মানুষদের অধীকার আদায়ের জন্য সারা জীবন সংগ্রাম করেগেছেন। কিন্তু তাঁর উপকার গ্রহন করেও তাঁর নিজের লোকেরাও তাঁকে চিনল না। বা তাঁর প্রতি ব্রাহ্মণী প্রচার মাধ্যমের অপপ্রচারই চিনতে দিল না।

তবুও ভারতের বিভিন্ন প্রান্তে ছুড়ে ফেলে দেওয়া এই "উদ্বাস্তুরা" আবার বাঁচার স্বপ্ন দেখল। এই স্বপ্ন দেখার জন্য ডাক পড়ল 'মরিচ ঝাপি'তে । সেখানে যখন নিজেদের চেষ্টায় শ্বাস নেওয়ার কিছুটা উপক্রম হ'ল, তখন শুরু হ'ল আবার আক্রমণ। আবার বুলেটের গুলিতে ঝাঝরা করা হোল এদের। অগনিত নর-নারীকে বরণ করতে হ'ল অমানবিক অত্যাচার। অবশেষে মৃত্যু। এদের অপরাধ? এরা নীচু জাত। এদের কোন নেতা নেই। তাই এদের প্রতি ইচ্ছা খুশি অত্যাচার চালানো যেতে পারে।

তবুও এই মতুয়ারা, এই উদ্বাস্তুরা যেন দুর্বা ঘাসের জাত। এরা রৌদ্রে পুড়ে গেলেও শুকিয়ে গেলেও বর্ষার জল পেলে আবার জেগে ওঠে। এই জাতির জীনে মনে হয় সঞ্জীবনী শক্তি আছে। তাই একটু সুযোগ পেলেই এরা জেগে উঠতে চায়। যে জাগা দেখলে শাসক জাতির মনের মধ্যে ভুমিকম্প শুরু হয়ে যায়। তাই সেই ভুমিকম্পের বাণী শোনা গেল -মন্ডলরা জাগছে।

হ্যা, এই সঞ্জীবনী ধারক উদ্বাস্তুরা কিন্তু তাদের নেতা গুরুচাঁদের সংগ্রামী আহ্বানকে মনে রেখে দল গড়ার কাজে অগ্রসর হয়ে ছিল। যার প্রথম পদক্ষেপ ছিল সাংগঠণিকভাবে একত্রিত হওয়া। অনেকটা অগ্রসরও হয়েছিল বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে।

এরা যুক্তিতে নয়, মনে প্রাণে ভালবাসে ও বিশ্বাস করে তাদের নেতার কোন বংশধর আবার এদের দিশা দেখানোর জন্য হাল ধরুক। হোক না সে নতুন প্রজন্মের। হোক না কিছুটা সময়ের সঙ্গে প্রগতিশীল। কিন্তু সেই আশায় এদের নেতার পরবর্তী প্রজন্ম কোন দিন সেই হাল ধরতে পারেনি বা ধরতে দেওয়া হয়নি ব্রাহ্মণী ষড়যন্ত্রে জন্য। তাদের পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

এরা শুরু করল খেল। যে খেলার নাম ধর্মীয় খেল। এই খালায় এদের নেতার পরবর্তী বংশধরেরা পূর্ব-পুরুষের নাম ভাঙিয়ে শুরু করল দল গড়া নয় , দলে ভেড়ার কাজ। তাই ধাপে ধাপে এরা নাম লেখাতে শুরু করল –কংরেস, C.P.M, তৃণমূল ও B.J.P. তে।

এই মানুষদের নেতা বলেছিলেন- যার দল নেই, তার বল নেই ।

ভিন্ন ভিন্ন দল কেউ করো না গোসাই।।

আর পরবর্তী বংশধরেরা দেখালেন যে,

দল ছাড় , দল ধর, নিজ দল গড়ো না ভাই ।

অন্য দলে গিয়ে আমরা করব কামাই।।

তাই এরা এখন "মতুয়া" নয় । এরা মত্‌ - উহা (উহা- ওখানে অর্থাৎ কংগ্রেস, C.P.M., তৃণমুল, B.J.P.) তে পরিণত হয়েছে। এদের কম্পানির নাম হচ্ছে-মত্‌ উহা প্রডাকশন। প্রডাকশান স্থান- ঠাকুর নগর।

এদের অর্থাৎ পূর্বের এই মতুয়াদের পতিত পাবন বা পিতাকে নিয়ে তারক সরকার যে গ্রন্থ লিখেছিলেন যার নাম "শ্রীশ্রীহরি লীলামৃত"। সেই গ্রন্থ প্রকাশের শত বর্ষ বর্তমানে পূর্ণ হয়েছে।( ১ম প্রকাশ বাংলা ১৩২৩ সাল। ইংরাজী ১৯১৬ সাল।) যে গ্রন্থের বন্ধনে এখনও সেই পতিত পাবনের শল্‌তে মিট্‌ মিট্‌ করে জ্বলছে। সেই শল্‌তে তে যে আরো তেল দিয়ে প্রজ্জলিত করা দরকার। কিন্তু সেদিকে কারো ভ্রুপক্ষেপ নেই।

এরা হরি বোল বলে, ডাঙ্কা পিটিয়ে ছুটে চলেছে কোন দিশায় ? কে দেখাবে এদের দিশা? না কেউ নতুন করে জন্ম নেবে না এদের দিশা দেখানোর জন্য। এদের এই আকর গ্রন্থকেই দিশার উৎস মনে করে রাজ হংসের মত জল ফেলে দিয়ে চুষে নিতে হবে দুধকে। চলতে হবে এদের পতিত পাবন পিতা ও এদের শিক্ষা বিস্তারকারী নেতার পালিত ও নির্দেশিত মত ও পথে। তবেই এই সঞ্জীবনী শক্তি আবার পূনঃরায় জীবিত হবে। তবে তার জন্য এই বংশের পরবর্তী প্রজন্মের উপর ভরসা করা ছেড়ে দিতে হবে। তা না হ'লে মতুয়ার অস্তিত্বের নাম ও নিশানা থাকবে না । যেটা থাকবে সেটা হবে মরুভুমির মরিচাকা।


Trinamool Congress chief Mamata Banerjee today accused the BJP of pursuing political vendetta by "using" the CBI and said the party will hit the streets in protest if the investigating agency arrests Mukul Roy.

In wake of state minister Manjul Krishna Thakur joining the BJP, she said those who want to leave the party were free to go, but they should not back stab the party.

"Our leader (Mamata) has told us if they (CBI) arrest Mukul (Roy), lakhs of Mukuls will hit the streets in protest of the political vendetta that BJP is pursuing by using the CBI," a leader quoted the West Bengal chief minister as saying.

Mamata today held a closed door meeting with party leaders, which included chairmen, leaders, MLAs and MPs of those municipalities which would go to the polls this year.

"Our leader also said it has to be ensured that BJP losses its deposit in the Lok Sabha bypoll for Bongaon seat," the leader said.

The TMC leader also said Mamata entrusted state food supplies minister and party's North 24 Parganas district president to ensure a victory for the TMC candidate Mamata Bala Thakur from the Bongaon LS seat by a huge margin.

In a jolt to the Trinamool Congress ahead of the February 13 bye-elections, state minister Thakur yesterday quit the party, accusing it of functioning in a "whimsical" way, and joined the BJP.

After the meeting, Trinamool Congress secretary general Partha Chatterjee announced the name of Satyajit Biswas, a TMC youth leader of Nadia district, as the party's candidate for the Krishnaganj Assembly bye-election.

http://www.indiatvnews.com/politics/national/lakhs-of-mukuls-will-protest-if-cbi-arrests-roy-mamata-25086.html


ABVP makes city mark

- RSS outfit wins in two colleges, TMCP sweeps rest

OUR BUREAU

Mukul Roy at Calcutta airport on Saturday. The Trinamul leader, who has been summoned by the CBI in the Saradha scam, said: "I have to attend a party meeting to prepare for the Bongaon bypoll. I will return to Delhi in a day or two." Picture by Amit Datta

Calcutta, Jan. 17: RSS student wing Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) today opened its account in an academic institute in Calcutta, winning 14 of the 16 seats in the jute technology department of Calcutta University's Ballygunge Science College.

The Trinamul Chhatra Parishad (TMCP), however, swept the elections at the college, taking its tally of class representatives to 89 from nine last year. The SFI, which controlled the student body, drew a blank.

The ABVP also won six of the 18 seats in the Calcutta University-affiliated Kidderpore College, one more than the Trinamul student wing.

The Trinamul union won uncontested in the majority of Ballygunge Science College's 112 seats and in 20 of the 26 Calcutta colleges where elections were held today.

Asked how the ABVP won so convincingly in the jute technology department while it failed to put up candidates in the other departments, the outfit's state secretary, Subir Haldar, hinted at the cosmopolitan nature of the wing.

"Many of the students are from outside Calcutta. We concentrated on the jute department as we noticed that its students were in our favour," he said.

Although Haldar dodged questions on whether the Sangh outfit had enough organisational strength to contest in all colleges in Bengal, BJP sources said the poll results in the jute technology department and Kidderpore College indicated that a section of students supported the ABVP spontaneously.

"The strong anti-Trinamul sentiment among these students is bringing them to the ABVP," a source said.

The BJP sources said the results showed that the ABVP was "making its presence felt" on campuses much in the same way the party was inching closer to taking over the principal Opposition's space in Bengal.

The ABVP's performance is significant in the light of the fact that polls will be held to the Calcutta Municipal Corporation and 99 other civic bodies across the state in the next few months.

In districts like Birbhum, where the BJP has made rapid inroads, the ABVP could not file nominations in any college.

Haldar said that in the 26 Calcutta colleges where elections were held, the ABVP managed to contest only in the jute department of Ballygunge Science College and Kidderpore College. "There was an attempt to prevent us from contesting. That's why the government did not start the online filing of nominations," he said.

A Trinamul leader conceded that the ABVP's performance was "noteworthy".

"Our party is in power. So it was expected that we would do well. But the ABVP's performance is noteworthy. They never had any presence on Calcutta's college campuses," the leader said.

Education minister and Trinamul secretary-general Partha Chatterjee dismissed the possibility of any threat to the ruling establishment from the ABVP. "The ABVP won in the jute department at the cost of the SFI. Our position as No. 1 is unchallenged," he said.

In December, the ABVP won its first college poll in Bengal, snatching the students' union in Purulia's Jhalda College from the TMCP.

http://www.telegraphindia.com/1150118/jsp/bengal/story_8990.jsp#.VLtB9NKUdJk


Madan Mitra predicts Mamata Banerjee rule for 20 years

Saradha chit fund accused and state transport minister Madan Mitra on Saturday said that chief minister Mamata Banerjee was going to rule Bengal for the next 20 years.

He was taken to SSKM Hospital from Alipore Jail for a routine checkup at around 11 am. "Mamata Banerjeewill be (in power) in our state for another 20 years," he said at the top of his voice while stepping out of the hospital after the checkup. He also claimed that the Trinamul Congress would win both Bangaon Lok Sabha and Krishnaganj Assembly bypolls with even bigger margins than before.

"Mamata Banerjee will remain the last word in the state for the next 20 years," he added.

The medical board examined him thoroughly and found him fit. He was therefore taken back to the jail. On Friday, Alipore court had again rejected his bail plea and extended his judicial custody till January 30.

Even on Friday afternoon while leaving Alipore court, Mitra had claimed that Trinamul Congress would continue to rule and fight. "Mamata Banerjee zindabad," he had shouted.

However, on Saturday he went even further and made a prediction which would certainly come as music to Ms Banerjee's ears.

After his arrest in December, Ms Banerjee had extended full support to Mitra and even refused to accept his resignation as transport minister. Ms Banerjee even participated in street protests against his arrest which she alleged was BJP's political vendetta. "Madan da is a staunch Mamata loyalist and by making this comment, he sought to reaffirm his loyalty and at the same time send a message to Didi reassuring her that Saradha scam notwithstanding, she would remain in power for two decades," a Trinamul Congress MLA said.

Only a day ago, during a closed-door party meeting at her Kalighat residence,

Meanwhile, a PIL was filed in Calcutta high court seeking chief justice Manjula Chellur's intervention to stop the bedlam which Trinamul Congress workers and his supporters create whenever Mitra is produced in Alipore court. Apparently shocked by the unruly behaviour of Mitra's supporters in the court premises on Friday, Biplab Kumar Chowdhury prayed for in-camera hearing of Mitra's case. Usually, in-camera hearings are conducted in sensitive cases like rapes.

http://www.asianage.com/india/madan-mitra-predicts-mamata-banerjee-rule-20-years-470


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

PalahBiswas On Unique Identity No1.mpg

Tweeter

Blog Archive

Welcome Friends

Election 2008

MoneyControl Watch List

Google Finance Market Summary

Einstein Quote of the Day

Phone Arena

Computor

News Reel

Cricket

CNN

Google News

Al Jazeera

BBC

France 24

Market News

NASA

National Geographic

Wild Life

NBC

Sky TV