Total Pageviews

THE HIMALAYAN DISASTER: TRANSNATIONAL DISASTER MANAGEMENT MECHANISM A MUST

We talked with Palash Biswas, an editor for Indian Express in Kolkata today also. He urged that there must a transnational disaster management mechanism to avert such scale disaster in the Himalayas. http://youtu.be/7IzWUpRECJM

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

Twitter

Follow palashbiswaskl on Twitter

Wednesday, August 7, 2013

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর রাজনই, চ্যালেঞ্জ রাজনীতির সঙ্গে তাল মেলানো

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর রাজনই, চ্যালেঞ্জ রাজনীতির সঙ্গে তাল মেলানো

0
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর রাজনই, চ্যালেঞ্জ রাজনীতির সঙ্গে তাল মেলানো
এই সময়: সম্ভাবনাছিলই৷মঙ্গলবারসেটাসত্যি হল৷দেশের২৩তমরিজার্ভব্যাঙ্কগভর্নরনির্বাচিতহলেনঅর্থমন্ত্রকেরমুখ্যউপদেষ্টারঘুরামরাজন৷আগামী ৪ সেপ্টেম্বর , রিজার্ভব্যাঙ্কগভর্নর পদে মেয়াদ শেষহচ্ছেদুব্বুরিসুব্বারাওয়ের৷সামনের তিন বছর সেই পদে আসীনথাকবেন বছর ৫০-এরঝকঝকেব্যক্তিত্বরঘুরামরাজন৷সুব্বারাওয়েরমেয়াদযেবাড়ানোহবে না, তাজানাইছিল৷আরবিআইগভর্নরেরদৌড়েএগিয়েছিলেনরঘুরামরাজন, অর্থনীতিবিষয়কসচিবঅরবিন্দমায়ারাম,যোজনাকমিশনেরসদস্যসৌমিত্রচৌধুরী৷রাজন ও মায়ারাম-দু'জনেইঅর্থমন্ত্রীচিদম্বরমেরঅত্যন্তঘনিষ্ঠ৷গত বছরঅগস্টেঅর্থমন্ত্রকেরমুখ্যউপদেষ্টাহিসেবেদায়িত্ব নেন আইএমএফ-ফেরতরাজন৷ 

২০১৩ -১৪ বর্ষের সাধারণ বাজেটের রূপরেখা রাজনের হাতেই তৈরি বলে দাবি৷ অন্যদিকে , অর্থনীতি বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম অর্থমন্ত্রীর ছায়াসঙ্গী বলেই রাজধানীতে পরিচিত৷ ২০০৫ সালে আইএমএফের এক বক্তৃতায় আর্থিক ক্ষেত্রের মন্দা নিয়ে হুঁশিয়ারি দেন রাজন৷ বলা হয় , ২০০৮ সালে আন্তর্জাতিক আর্থিক মন্দা সম্পর্কে সর্বাগ্রে ইঙ্গিত দেন আইআইটি ও আইআইএমের প্রাক্তনী রাজন৷ অর্থমন্ত্রকে কাজ করার আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলে সাম্মানিক পদে বহাল ছিলেন তিনি৷ কৌশিক বসুকে সরিয়ে অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা হন৷ এদিন এক বিবৃতিতে সরকার জানিয়েছে, 'ড. ডি সুব্বারাওয়ের মেয়াদ ফুরোলে আগামী তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত হবে ড. রঘুরাম রাজন৷ প্রধানমন্ত্রী এই নিয়োগপত্রে অনুমোদন দিয়েছেন৷' 

এদিন সাংবাদিকদের কাছে রাজন বলেন ,' বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি৷ প্রতিকূলতাগুলিকে সামাল দিতে আরবিআই ও সরকার একযোগে কাজ করছে৷ আমার হাতে কোনও জাদুদণ্ড নেই , যে হঠাত্ করে সব সমস্যা উবে যাবে৷ তবে এটুকু বলতে পারি সেগুলি সমাধানের চেষ্টা আমি করব৷ 'সত্যি তো কী ভীষণ চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় অর্থনীতি ! মঙ্গলবার বাঁধভাঙা পতন দেখায় টাকা৷ সব রেকর্ড ভাসিয়ে ৬১ .৮০ -তে পৌঁছে যায় ডলারের সাপেক্ষে টাকার দাম৷ অবশ্য রাজন আরবিআই গভর্নর নিযুক্ত হওয়ার ঘোষণায় রীতিমতো ঘুরে দ াঁড়ায় ফোরেক্স মার্কেট৷ পাশাপাশি , রিজার্ভ ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে ডলার বিক্রি শুরু করে৷ তাতে ১০৩ পয়সা উঠে ৬০ .৭৭ -এ দাঁড়ায় টাকার বিনিময় দর৷ এপ্রিল থেকে টাকার বিনিময় দর পড়েছে ১৬ শতাংশ৷ পরিষেবা ক্ষেত্র খারাপ ফল করায় সেনসেক্স এদিন ৪৫০ পয়েন্ট পড়ে যায়৷ গতবর্ষে চলতি খাতের ঘাটতির অনুপাত জিডিপির ৪ .৮ শতাংশ বা রেকর্ড মাত্রায় পৌঁছে যায়৷ 

গত অগস্টে সংস্কারের ইনিংস শুরু করলেও মনমোহন -সরকারের ঝুলিতে বিদেশি বিনিয়োগের স্কোরকার্ড প্রায় শূন্য৷ পসকো , আর্সেলর -মিত্তলরা পাততাড়ি গোটানোর ইঙ্গিত দিচ্ছে৷ জুন -জুলাইতে দেশ থেকে ৬৬ হাজার কোটি টাকার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে৷ এ অবস্থাতে টাকার দরকে স্থিতিশীল করা রাজনের পক্ষে সত্যিই চ্যালেঞ্জের৷ তার মধ্যে রয়েছ বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির খাঁড়া৷ বর্তমান পরিস্থিতিতে চলতি বর্ষে যতটা ভাবা হয়েছিল বৃদ্ধি তত হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ টাকার দর ক্রমাগত পড়তে থাকায় মূল্যবৃদ্ধি মাথা চাড়া দেওয়ার আশঙ্কাও থাকছে৷ এমন অবস্থায় বৃদ্ধি ও মূল্যবৃদ্ধিতে এক অদ্ভুত ভারসাম্য রক্ষা করতে হবে রাজনকে৷ কারণ চিদম্বরম জাতীয় বৃদ্ধির উপর জোর দেন৷ ঋণনীতি শিথিলের পক্ষে সওয়াল করেন৷ কিন্ত্ত টাকার দর , চলতি খাতের ঘাটতি ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে রাজন সেই নীতি , বা সুদের হার কম রাখার দিকে কতটা হাঁটতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে৷ রাজন সাফ জানিয়েছেন কোনও জাদুদণ্ড নেই৷ সুব্বারাওয়ের হাতেও ছিল না৷ কিন্ত্ত বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির টানাপোড়েনই চিদম্বরম -সুব্বারাওয়ের সংঘাতকে তীব্র করেছিল৷ যার জেরে সুব্বারাওয়ের মেয়াদ সম্প্রসারণের কথা ভাবাই হয়নি৷ বাজারের আশা , অর্থমন্ত্রী -গভর্নর বচসা যেন রাজনের মেয়াদকালে না থাকে৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

PalahBiswas On Unique Identity No1.mpg

Tweeter

Blog Archive

Welcome Friends

Election 2008

MoneyControl Watch List

Google Finance Market Summary

Einstein Quote of the Day

Phone Arena

Computor

News Reel

Cricket

CNN

Google News

Al Jazeera

BBC

France 24

Market News

NASA

National Geographic

Wild Life

NBC

Sky TV